Blog
Gree AC Remote Functions
Gree AC Remote Functions
Gree AC Remote Functions for Non Inverter Air Conditioner Remote:
- Power: Turns the unit on or off .
- Fan speed: Selects the fan speed from auto, low, medium, high, or turbo
- Temperature: Adjusts the temperature settings
- Room temperature: Detects the room temperature
- Airflow: Boosts the cooling or heating airflow
- Preset temperature: Quickly reaches the preset temperature
- Sleep mode: Selects sleep mode for custom comfort control while sleeping
- Time of day: Displays the time of day
- Mode: Changes the mode of the unit from auto to cool, dry, fan, or heat
- Turbo: Turns on or off the turbo function under cool or heat mode
- Timer: Adjusts the timer on, timer off, or clock
Gree AC Remote Functions:The auto mode on a Gree AC remote automatically adjusts the cooling to the optimum level based on the room conditions. For complete and accurate information, refer to the user manual provided by Gree Electric Appliances, Inc.
Gree AC Remote Functions for Inverter Air Conditioner Remote:
- On/off button-এসিকে অন/অফ করা এই বাটনের কাজ।
- Left/right swing button-এসির বাতাসকে ডানে/বামে করতে এই বাটনে ক্লিক করতে হয়।
- Up/Down swing button-এসির বাতাসকে উপর নিচে করতে এই বাটন ব্যবহার হয়।
- Turbo button – রুম টেম্পারেচার বেশি হলে, রুম দ্রুত/বেশি ঠান্ডা করতে চাইলে এই বাটন অন করতে হয়। এই বাটন সবসময় অন করা ঠিক না।
-
Up Arrow button- সেট টেম্পারেচার বাড়াতে এই বাটন ব্যবহার করা হয়।
-
Down Arrow button- সেট টেম্পারেচার কমাতে এই বাটন ক্লিক করতে হয়।Sleep button–এই বাটনে ক্লিক করলে এসির সেট করা টেম্পারেচার প্রতি ঘন্টায় ১ ডিগ্রি করে বাড়বে। মানে, ইউজার সেট টেম্পারেচার ১৮ রেখে Sleep button অন করে রিমোট রেখে দিলো, তাহলে এসিটি ১ ঘন্টা পর সেট টেম্পারেচার ১৯ করবে। ২ ঘন্টা পর ২০, এভাবে ২৫ পর্যন্ত যাবে।যারা সেট টেম্পারেচার ২৫-২৬ রাখেন, এই মোড তাদের জন্য না।
- Mode button– মোড বাটনে ক্লিক করলে প্রথমে আসবে অটো মোড, রুমের টেম্পারেচার দেখে এসি কুল, ফ্যান, ড্রাই মোডে চলবে। এই মোডে এসি চালানোর দরকার নাই। বিল বেশি আসবে।
- Cool mode-এই মোড হচ্ছে এসির ডিফল্ট মোড, কুল মোডে সেট টেম্পারেচার ২৬ রাখবেন।
- Dry mode- এটি বর্ষাকালের মোড, রুম যখন স্যাতস্যাতে হবে, ভেজা ভেজা ভাব থাকবে রুমে তখন এই মোড চালু করতে হয়। কম্প্রোসার তখন কম ওয়াটে চালু হবে, ইনডোর ফ্যান লো স্পিডে থাকবে তখন।
- Fan mode- এই মোডে শুধু ইনডোরের ফ্যান চলবে। এসি ঠান্ডা বা গরম কিছুই দিবে না এই মোডে।
- Heat mode- যাদের এসিতে Heat ফিচার আছে তারা এই মোডে শীতের সময় গরম বাতাস পাবেন এই মোডে। এই মোড কিন্তু সব রিমোটেই আছে, কিন্তু সব এসিতে হিট ফিচার নাই।
- Fan button-ফ্যানের স্পিড কমানো, বাড়ানোর কাজ করে এই বাটন।যত বেশি দাগ ততবেশি স্পিড, Auto লেখা উঠলে তখন ফ্যানও অটো করবে। মানে কুলিংয়ের সময় ফ্যানের স্পিড কমবে, বাড়বে।
- I feel button- ইউজারের সেট করা টেম্পারেচার থেকে এসিটি যদি কম/বেশি ঠান্ডা দেয়, তখন এই বাটন চালু করে রিমোটকে এসির দিকে রেখে, ইউজারের কাছাকাছি রাখলে, ইউজার তার সেট করা কমফোর্টেবল কুলিং পাবে। এই সেটিংয়ে এসি তার মেইন সেন্সরকে না পড়ে, রিমোটে থাকা সেন্সরের চাহিদামতো কুলিং কম/বেশি করে। রুমে কমফোর্টেবল কুলিং থাকলে এই ফিচার অফ রাখা উচিত।
- Timer On- এই বাটন অন করে রাখলে সেট করা টাইমে এসি অন হবে।
- Timer Off-সেট করা টাইমে এসি অফ হবে।
- Clock Button-এই বাটন দিয়ে অন/অফ টাইম সেট করা হয়।
- Health button-গাছ হচ্ছে হেল্থ ফিচার, এই ফিচার অন করলে এসি আয়ন উৎপাদন করে রুমের বাতাসে হিউমিডিটির ভারসাম্য ঠিক রাখে, এবং রুমে থাকা জীবাণুকে ধব্বংস করে। হেল্থ মোডে আরেকটি ফিচার আছে, যেটির নাম হচ্ছে স্ক্যাভিগিনিং ফিচার। রুম থেকে বেড স্মেল ধূর করা করা এই ফিচারের কাজ।
- Quiet button- এই বাটনে ফ্যান স্পিড লোতে থাকবে, এসির ইনডোরে সাউন্ড কমবে, তবে এই বাটনে বিদ্যুতের বিল বেশি আসবে।
- Wifi Button-এই বাটন দিয়ে এসিকে মোবাইল দিয়েও অপারেট করা যাবে। এজন্য ঘরে ওয়াইফাই থাকতে হবে, মোবাইলে gree+ অ্যাপ ইনস্টল করতে হবে। Click App link
- Temp- এই বাটনে ক্লিক করলে সেট টেম্পারেচার, রুম টেম্পারেচার এবং আউটডোরের টেম্পারেচার দেখা যায়।
- Light button- এই বাটনে ক্লিক করে এসির ডিসপ্লের লাইটকে অন/অফ করা যায়।
X fan feature- ফ্যান বাটনকে ৩ সেকেন্ড প্রেস করে রাখলে, রিমোটের সেট টেম্পারেচারের বামপাশে যে ফ্যানটি দেখা যায়, ঐটিই x fan feature.
এসিকে কুল মোডে চালু করার পর, এসির কুলিং চালু হলে, এসির ইনডোরের কয়েল ভিজে যায়, এবং পানি উৎপন্ন হয়, এই পানি পুরোপুরি ড্রেন লাইন দিয়ে বের হয় না, কিছু পানি এসিতে থাকে। পানির সাথে ধুলোও থাকে। x fan চালু রাখলে, রিমোট দিয়ে এসি বন্ধ করার পরও, ৩ মিনিট ইনডোর ফ্যান চালু থাকে, এবং এই পানি/ভেজা কয়েলকে শুকিয়ে ফেলে।এতে করে এসিতে ব্যাড স্মেল হয় না। আর ভেজা কয়েলে রাশ পড়ে না, তাতে ইনডোর কয়েলে লিকেজ হওয়ার সম্ভাবনা ও কমে।
Self clean/Frost Clean- এসিকে রিমোট দিয়ে বন্ধ করে নিবেন, এরপর ফ্যান বাটন আর মোড বাটনকে একসাথে ৫ সেকেন্ড প্রেস করে রাখবেন। এসির ডিসপ্লেতে cl লেখা উঠবে। এরপর রিমোট রেখে দিন, এসি নিজে থেকে সেল্ফ ক্লিন হয়ে আগের মোডে চলে যাবে। সেল্ফ ক্লিনের আগে ফিল্টার পরিষ্কার করে নিবেন, সেল্ফ ক্লিনের সময় আওয়াজ হবে, ভয়ের কিছু নাই।
Gree ac remote manual Sefe Mode- ইউজার যদি মনে করে তার এসিটি কম বিদ্যুৎ নিয়ে চালু থাকুক, ঠান্ডা কম দিলেও সমস্যা নাই। তাহলে Sefe mode অন করে নিবেন। বেশি গরমে sefe মোড না।Ttemp+Clock বাটন একসাথে চেপে ধরলে/প্রেস করলে Safe mode আসবে।
F/C মোড-রিমোটে যদি সেলসিয়াসের পরিবর্তে ফারেনহাইট সেট হয়ে যায়, তাহলে Mode button আর Up arrow button কে একসাথে ক্লিক করতে হবে।
Child lock- এসির রিমোটকে যদি লক করে রাখতে হয়, তাহলে Up arrow button+Down arrow buttonকে একসাথে প্রেস করলে/ চেপে ধরলে রিমোট লক/আনলক হবে।